Quran App Developed By Mamun
ٱلۡحَمۡدُ
সকল প্রশংসা
لِلَّهِ
আল্লাহ্রই জন্য
رَبِّ
রব
ٱلْعَٰلَمِينَ
সারা জগতের
١
(১)
(আরম্ভ করছি) পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে।
ٱلْحَمْدُ
যাবতীয় প্রশংসা
ٱلْحَمْدُ لِلَّهِ
আল্লাহ্রই জন্য
لِلَّهِ رَبِّ
(যিনি) রব
ٱلْعَـٰلَمِينَ
সারা জগতের
٢
(২)
যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য।
الرَّحْمَـٰنِ
পরম করুণাময়
الرَّحِيمِ
অতি দয়ালু
٣
(৩)
যিনি পরম করুণাময় অতি দয়ালু।
مَـٰلِكِ
অধিপতি
يَوْمِ
দিনের
ٱلدِّينِ
বিচারের
٣
(৪)
যিনি প্রতিফল দিবসের মালিক।
إِيَّاكَ
আপনারই শুধু
نَعْبُدُ
আমরা ইবাদত করি
وَإِيَّاكَ
এবং আপনারই
نَسْتَعِينُ
আমরা সাহায্য চাই।
٤
(৫)
আমরা কেবল তোমারই ‘ইবাদাত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
ٱهْدِنَا
আমাদেরকে দেখান
ٱلصِّرَٰطَ
পথ
ٱلْمُسْتَقِيمَ
সরল সঠিক
٥
(৬)
আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন কর ও তার প্রতি অটুট থাকার তাওফীক দান কর।
صِرَٰطَ
পথে
ٱلَّذِينَ
যাদেরকে
أَنْعَمْتَ
আপনি অনুগ্রহ দান করেছেন
عَلَيْهِمْ
তাদের উপর
غَيْرِ
নয়
ٱلْمَغْضُوبِ
অভিশপ্তদের
عَلَيْهِمْ
যাদের উপর
وَلَا
এবং না
ٱلضَّآلِّينَ
পথভ্রষ্টদের
٦
(৭)
তাদের পথ, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। তাদের পথ, যারা গযবপ্রাপ্ত ও পথভ্রষ্ট নয়।